বিজ্ঞপ্তি : খুলনায় পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে খন্দকার ইয়াসির আরেফিন নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, খালিশপুরে ১৯৭৬ সালে ৫ একরের বেশি জমিতে খুলনার বিটিভি উপকেন্দ্রটি নির্মিত হয়। ঐ বছরই বিটিভি খুলনা অঞ্চলের দর্শকদের অনুষ্ঠান দেখার জন্য ৫শত ফুট এন্টেনা এলিমেট সংযুক্ত করেন। ট্রান্সমিটার ভবনটির ভিতর কয়েক টি কক্ষকে স্টুডিও করার জন্য এবং সাউন্ড গ্রুপ করা হয়েছিল। বিটিভির খুলনার উপকেন্দ্রের মধ্যে রীলে স্টেশনের জন্য অনেক জায়গাও রয়েছে। উপ কেন্দ্রের নিজস্ব ভবনও আছে। ৫ই মার্চ ১৯৯৯ সালে তৎকালিন সময় বিটিভি মহাপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী ও প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান উপকেন্দ্রটি সরে জমিনে পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরী করেন। ১২বছর পর ২০১২ সালে ৫ই অক্টোবর বিটিভি মহাপরিচালক ম. হামিদ খুলনা সফরে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় ঘোষনা দেন ডিসেম্বর ২০১৩ সালেই খুলনা থেকে পৃথক ভাবে বিটিভি অনুষ্ঠান সম্প্রচার শুরু করবে। তখন উপকেন্দ্রটিতে স্টুডিও তৈরী, ক্যামেরা ও প্যানেল বোর্ড এনে এবং বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করে পরিক্ষামূলক সম্প্রচার শুরু করলেন। ২০১৪ সালের শেষের দিকে উপকেন্দ্রটির ক্যামেরা ও প্যানেল বোর্ড খুলে অন্যত্র নিয়ে যায় কর্তৃপক্ষ। যা হতাসা ও দুঃখজনক এবং খুলনার প্রতি বিমাতা সুলভ আচরন। স্বারকলিপিতে প্রধানমন্ত্রীর প্রতি আহব্বান জানানো হয়, খুলনার মানুষের দীর্ঘ দিনের প্রানের দাবি তথা দক্ষিন পশ্চিমাঞ্চলের মানুষের তথ্য প্রাপ্তির মাধ্যম বিটিভি এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার তথা অর্থনৈতিক গতি প্রবাহ তুলে ধরা, শিল্প, বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন পন্য উৎপাদন, বর্তমান অবস্থা, সমস্যা ও তার বাস্তব সমাধান, কৃষ্টি-কালচার, সংস্কৃতি, ঐতির্য্য, পীর আউলিয়া হযরত খাজা খান জাহান আলি (রঃ) মাজার শরীফ, বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা বন্দরের গুরুত্ব তুলে ধরাসহ বিশ্বখ্যাত সুন্দর বনকে আধুনিক পর্যাটন কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরা, যেখানে দেশি বিদেশি অনেক পর্যাটক আগমন ঘটতে পারে। যার মাধ্যমে খুলনা হতে পারে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, জাতীয় অর্থনীতিতে খুলনা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মের সংস্থান হতে পারে। পরিশেষে সকল সম্ভবনা থাকায় দেশের তৃতীয় বৃহতম শহরে এই খুলনায় পূর্ণাঙ্গ বিটিভি কেন্দ্রটি যাতে দ্রুত স্থাপন করা যায় তার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসিীর সভাপতি মো. নাসির উদ্দিন, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, শিক্ষক শেখ রফিকুল ইসলাম খোকন প্রমুখ।