
ফুলতলা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের আদর্শ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কিছু সেনা সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ জাতি আজও পুরোপুরি মুক্তি হতে পারিনি। কারণ বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হলেও এখনো দন্ডপ্রাপ্ত কয়েকজন খুনি বিদেশে পালিয়ে রয়েছে। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর নাম বাংলার আকাশে বাতাসে ও মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে যা কোনদিন হয়নি, হবেও না। পৃথিবীতে বাঙালি জাতি যতদিন থাকবে ততদিনই থাকবে বঙ্গবন্ধুর নাম ও তার কর্ম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে ফুলতলা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বক্তৃতা করেন এ্যাড. তারিক হাসান মিন্টু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, এস মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, সরদার জাকির হোসেন, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, মোল্যা হেদায়েত হোসেন লিটু, আশরাফুল আলম কচি, শহীদুল্লাহ প্রিন্স, এসকে মিজানুর রহমান প্রমুখ।

