
সিরাজুল ইসলাম, শ্যামনগর: নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবীন। ছবি : কালবেলা
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, তোমরা বাংলাদেশ পুলিশের সবচেয়ে নবীন সদস্য। হাজার হাজার প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা তোমাদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ। বেসিক ট্রেনিং সম্পন্ন করে আজ বাস্তব প্রশিক্ষণের নতুন অধ্যায় শুরু হলো। সর্বদা এই মহান পেশার মর্যাদা ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে হবে।
সোমবার (৭ জুলাই) সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে নতুন যোগদানকৃত ২৮ জন পুলিশ কনস্টেবলদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় পুলিশ সুপার বলেন, এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে পুলিশের দায়িত্ব ও কর্তব্যের বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ একটি ডিসিপ্লিন বাহিনী। তাই প্রতিটি পুলিশ সদস্যকে ডিসিপ্লিন মেনে কর্তৃপক্ষের বৈধ আদেশ যথাযথভাবে পালন করতে হবে। নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, সৎ ও নিষ্ঠাবান হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. শফিকুল ইসলাম, পুলিশ লাইন্সের আরআই মোস্তফা কামাল, রিজার্ভ অফিস সাতক্ষীরার আরও ওয়ান মো. মিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার নবনিযুক্ত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্নেহাভরে বরণ করে নেন এবং তাদের স্বপ্নের পেশাজীবনের প্রথম অধ্যায়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা গেছে, ব্যবহারিক প্রশিক্ষণ পর্বে সেবা প্রত্যাশী ও জনসাধারণের সঙ্গে পেশাগত আচরণ, অস্ত্রচালনা, আত্মনিয়ন্ত্রণ, আইন ও বিধিবিধান, কায়িক প্রশিক্ষণ, মানবাধিকার, জনসেবামূলক আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে।