
জন্মভূমি ডেস্ক : দক্ষিণ ইউরোপের কিছু অংশ ও উত্তর-পশ্চিম আফ্রিকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে এ দুই অঞ্চলের অনেক এলাকাই রেকর্ডভাঙা তাপমাত্রার সাক্ষী হতে পারে। তাপপ্রবাহের কারণে স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া ও তুরস্কের কিছু কিছু অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ইতালিতে তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত; ফ্লোরেন্স আর রোমসহ দেশটির ১০টি শহরে এরই মধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার ইতালির উত্তরাঞ্চলে প্রচন্ড গরমে অচেতন হয়ে পড়ার পর ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অত্যধিক গরমে দেশটিতে এরই মধ্যে একাধিক পর্যটকের অচেতন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আছেন এক ব্রিটিশ নাগরিক, তিনি রোমের কলোসিয়ামের বাইরে অচেতন হয়ে পড়েছিলেন। ইতালির আবহাওয়া সমিতি এই তাপপ্রবাহের নামকরণ করেছে দেশটির বিখ্যাত লেখক দান্তে আলেগিরির সাড়া জাগানো মহাকাব্য ইনফার্নোর তিন মাথার দানব সারবেরাসের নামে। যুক্তরাজ্যের আবহাওয়া কার্যালয় জানিয়েছে, শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।
বিবিসি ওয়েদার বলছে, এ দিন দক্ষিণ ইউরোপের বিশাল অংশজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে শুরু করে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা এর বেশিও হতে পারে। এই তাপপ্রবাহ শনি-রবিবার পর্যন্ত চলতে পারে। শনিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, যা জুলাইয়ে শহরটির গড় তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেক অনেক বেশি।
ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল ২০২১ সালের আগস্টে, ইতালির সিসিলি দ্বীপের সিরাকুজের কাছে। তীব্র গরমে গতবছর ইউরোপজুড়ে ৬০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়; এবারের তাপপ্রবাহের ফলে চলতি গ্রীষ্মেই মৃত্যু গত বছরের চেয়ে অনেক বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।