
বাগেরহাট অফিস : প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয় তারা এখন প্রতিষ্ঠিত হচ্ছে। বিদেশ থেকে স্বর্ন পদক, গোল্ড ম্যাডেল ছিনিয়ে আনছে। প্রতিবন্ধীরা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তাদেরকে বিকশিত করে গড়ে তুলতে অভিভাবকদের আরো যত্নবান হতে হবে। গতকাল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুল চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন একথা বলেন। বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে প্রধান শিক্ষক বাবু হিমাংশু পালের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: মহিদ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, মিসেস বেবী মোরশেদা খানম, পারভীন আক্তারসহ শিক্ষক, অভিভাবকগণ। আলোচনা সভা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়।