শেখ আব্দুল হামিদ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ পাঁচ বছর পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি খুলনায় আসছেন আগামী ১৩ নভেম্বর। খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দিবেন। খুলনা বিভাগের দশ জেলাসহ আরো কয়েকটি জেলার দলীয় নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত থাকবেন। দলীয় প্রধানের আগমন উপলক্ষ্যে দলের নেতা-কর্মীদের মধ্যে চলছে উৎসবের আমেজ। সরব হয়ে উঠেছে দলীয় কার্যালয়। খুলনায় রাজনীতির অভিভাবক সকলের শ্রদ্ধাভাজন শেখ হেলাল উদ্দিন এমপি’র তদারকি ও নির্দেশনা অনুযায়ী চলছে জনসভা সফলের সকল কর্মকান্ড। দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুরু হয়েছে গণজাগরণ। দশ লাক্ষাধিক নেতাকর্মী জনসভায় উপস্থিত রাখার টার্গেট নেওয়া হয়েছে। রাজপথে ঢল নামবে নেতা-কর্মীদের। স্মরণকালের সর্ববৃহদ এ জনসভাকে কেন্দ্র করে গোটা নগরী অপরূপসাজে সাজতে শুরু করেছে। সার্কিট সাউসে তৈরি করা হবে নৌকার আদলে মঞ্চ।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা পরিণত হবে জনসমুদ্রে। খুলনায় এ পর্যন্ত প্রধানমন্ত্রীর আগমনে যতগুলো জনসভা হয়েছে তার মধ্যে এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা। এমনটাই ভাবছেন দলের শীর্ষ নেতারা। জনসভা সফল করতে দলীয় নেতা-কর্মীরা চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক ব্যাপক তৎপরতা। নগরী ও জেলার প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভায় চলছে প্রচার-
প্রচারণা। এদিকে নগর ও জেলা জুড়ে সাঁটানো হয়েছে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন, রঙিন পোস্টার ও প্যানা। গোটা নগরী ও জেলার গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে নির্মাণ করা হয়েছে বিশাল জায়গা জুড়ে গেট। এসব গেটে শোভা পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দিন বাবু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র সজীব ওয়াজেদ জয় ও আ’লীগের কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত তোরণ। শোভা পাচ্ছে দলীয় প্রতীক নৌকার ছবি।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভা সফল করতে দলের নেতা-কর্মীরা চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। বর্তমান সরকারের উন্নয়নের কর্মকাণ্ড আমজনতার কাছে তুলে ধরছেন নেতা-র্কর্মীরা। চেন অব কমান্ড মেনেই সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।
সর্বশেষ খুলনা সার্কিট হাউজে জনসভা সফল করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানে জনসভায় এসেছিলেন। এর আগে ব্যক্তিগত সফরে চলতি বছরের ৬ জানুয়ারি খুলনা সফরে আসেন। তিনি দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের নামে ক্রয়কৃত পাটের গোডাউন পরিদর্শন করেন।
নগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘খুলনা সার্কিট হাউজের জনসভা জনসমুদ্রে পরিণত করতে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের সাথে তোড়জোড় গতিতে চলছে প্রচার-প্রচারণা। ওইদিনের উপস্থিতি প্রমাণ করে দিবে দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুরর রশীদ বলেন, ‘তের নভেম্বর সার্কিট হাউজ মাঠে খুলনার জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। এ জনসভায় থাকবে দশ লাখ নেতা-কর্মীর উপস্থিতি।’