জন্মভূমি ডেস্ক :প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কার্যালয়টির বর্তমান পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুজ্জামান।
বুধবার (১৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।