ক্রীড়া প্রতিবেদক
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ এ দলের প্রাকটিস ম্যাচ শুরু হয়েছে। বাংলাদেশ এ দল ৫টি ওয়ানডে, ২টি টি-টুয়েন্টি, ১টি ৩দিনের ও ২টি ৪দিনের ম্যাচ খেলবে। সোমবার বাংলাদশে এ দল ও এইচ পি এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এইচ পি ৮ উইকেটে এ দলকে পরাজিত করে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ দল ৪৪ ওভার ২ বলে ৭ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে জাকির হোসেনের ব্যাট থেকে। এছাড়া ৪৩ রানে অপরাজিত থাকেন জাকের আলী। এইচ পি’র পক্ষে ২টি করে উইকেট নেন আমিনুল ও রিপন। এছাড়া শফিকুল, তানজীব ও সুমন নেন ১টি করে উইকেট।
বৃষ্টি থামলে এইচ পিকে ৩৬ ওভারে ১৫৩ রানের টার্গেট দেয়া হয়। ২৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে তারা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। এইচ পি’র পক্ষে ১০৪ রান করে অপরাজিত থাকেন ব্যাটার পারভেজ ইমন। অপর ব্যাটার অমিত হাসান ২০ রানে অপরাজিত থাকেন। এ দলের পক্ষে ১টি করে উইকেট নেন রাকিবুল ও সাইফ। খেলাটি পরিচালনা করেন সোহরাব হোসেন ও বরকতউল্লাহ তুর্কী। স্কোরার ছিলেন মনিরুজ্জামান মনি।
প্রাকটিস ম্যাচে বাংলাদেশ এ দলের হার
Leave a comment