
জন্মভূমি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী বছরে অর্থাৎ, ২০২৪ সালে। এই নির্বাচনে ফের লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি। এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ডেমোক্র্যাট নেতা। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। এক ভিডিও বার্তায় ২০২৪ সালের নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তাঁকে আরও চার বছরের সুযোগ দেওয়ার জন্য মার্কিনিদের আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৯ সালে রাজনীতিতে ফেরার চতুর্থ বার্ষিকীতে মনোনয়ন প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের এটি তৃতীয় লড়াই। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের রানিং মেট হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্ষমতাধর নারী কমলা হ্যারিস। একই দিনে তিনিও নির্বাচনের প্রচার শুরু করেছেন।
গার্ডিয়ান বলছে, চার বছরের আগের থেকে বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন হয়েছে। এখনও মহামারি নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে দেশটির জনগণ। মহামারিতে দেশটিতে ইতোমধ্যে ১১ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে দেশটির ইতিহাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এ ছাড়া গর্ভপাত, বন্দুকযুদ্ধের মতো ঘটনায় মার্কিনিরা দুভাগে বিভক্ত হয়ে পড়েছে।