ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রীতি ভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় মুজিবুর রহমান স্মৃতি ভবন সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় চত্ত্বরে সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে।
সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আহসান টিটু, সহসভাপতি শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারন সম্পাদক এম জাকির হোসেন ও শেখ সৈয়দ আলী, কোষাধ্যক্ষ শেখ খারিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু ও শেখ আজমল হোসেন, সদস্য এমএমসি মেহেদী, সাগর মল্লিক, মো. আজমল হোসেন, কাজী সৌরব হোসেন, হাফিজুর রহমান প্রমূখ।
এছাড়া এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলির জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম ও সমাজ সেবক আনন্দ কুমার দাশসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত
Leave a comment