ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ও ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফকিরহাট সদর ২নং ওয়ার্ড আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩০পিচ ইয়াাবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-আট্টাকী গ্রামের কাউসার মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩০) ও আ. রাজ্জাক হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (৩৩)। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
অপরদিকে, বুধবার রাতে উপজেলার জাড়িয়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. সাঈদুর রহমান (৫০) কে গ্রেপ্তার করেছে। সে জাড়িয়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাইদুর রহমান দুটি চেক মামলার একটিতে একবছর ও অন্যটিতে তিন মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
ফকিরহাটে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
Leave a comment