ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাননিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কালিগঙ্গা খালে অবৈধভাবে নেট-পাটা দিয়ে মৎস্য চাষ ও আহরণ করা হচ্ছে কিনা তা সরেজমিন পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। এসময় তিনি কালিগঙ্গা খালের এক স্থানে অবৈধভাবে স্থাপন করা নেট-পাটা উচ্ছেদ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জ্যোতি কনা দাস, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, স্থানীয় ইউপি সদস্য মিন্টু রায় প্রমুখ।