ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আহমেদ কামরুল হাসান এর ফকিরহাট উপজেলা উপজেলার সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রানী রায়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রধান অতিথি বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আহমেদ কামরুল হাসান বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
ফকিরহাটে ডিসির সাথে কর্মকর্তাদের মতবিনিময়
Leave a comment