
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের স্তবক অর্পন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি, সোনলী ব্যাংক পিএলসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠানসহ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সকাল ৯টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়িয়ে প্যারেড প্রদর্শন ও কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন করেন। এসময় এক মিনিট নিরবতা পালন হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এছাড়া এদিন বিকেলে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগন মোড়ল নুর মোহম্দ, শাহিদুর রহমান জোহাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন। এদিকে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় মেলা অনুষ্ঠিত হয়।

