
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে নাশকতার মামলায় শুভদিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তণ চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল আউয়াল শেখ (৫২) কে পুলিশ। গত রোববার রাতে শুভদিয়ার তেকাঠিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আব্দুল আউয়াল শেখ উপজেলার তেকাঠিয়া গ্রামের মৃত হাজী আব্দুল মালেকের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।