
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়কের পাশে সরকারি জায়গা অবৈধ্যভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলায় আল আমীন মুন্সিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ওই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন।
অপরদিকে এদিন সড়কের যেখানে সেখানে এলামেলো ভাবে গাড়ী পাার্কং এর অপরাধে তিন বাস চালককে ১৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এছাড়া মহাসড়কে মাহিন্দ্রা অর্থাৎ থ্রি হুইলার গাড়ী চালানোর অপরাধে ৭জন চালককে ১৪০০ টাকা জরিমানা করেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনস্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।