ফকিরহাট প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক ও সংঙ্গীত শিল্পী নাছির খানের বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাছির খানের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, রোববার (১৫ ডিসেম্বর) ভোর রাতের দিকে ৭/৮জনের একটি ডাকাত দল সুকৌশলে দোতালায় এসে দরজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা পরিবারের লোকজন টের পেয়ে ঘুম উঠে পড়েন। এসময় ডাকাতদল নাছির খানের দুই শিশু পুত্রকে ধারালো অস্ত্রের মুখে জিম্বি করে ভয়ভীতি দেখায়। এরপর তারা নাছির খানের স্ত্রী, বাবা সিদ্দিক খান, মা রঞ্জিতা বেগমসহ সকলের হাত-পা ও মুখ বেঁধে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিপত্র নিয়ে যায়।
তিনি আরো জানান ডাকাত দল নগদ ৬০হাজার টাকা, দুটি স্বর্ণের চেন, ছোট-বড় চারটি আংটি, দুটি রুলি, দুুই জোড়া কানের্থা ও একজোড়া রূপার নপুর নিয়ে গেছে। এতে তাদের ৬লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। ডাকাত দল ডাকাতি করে একটি প্রাইভেটকার যোগে পালিয়ে গেছে। তাদের কাছে বন্দুকসহ ধারালেঅ অস্ত্র ছিল বলে জানান।
খবর পেয়ে থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাশ সহ পুলিশের একটি দল ওই বাড়ি পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আলমগীর কবীর জানান, সঙ্গীত শিল্পী নাছির খানের বাড়ি ডাকাতির খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তেেভাগী পরিবারের কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।