ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটের বেতাগায় স্বর্গীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ। খুলনা জেলার রুপসা উপজেলার ঐতিহ্যবাহী ফুটবল স্পোর্টিং ক্লাব মনসুর স্মৃতি সংসদকে ফাইনালে ৪-২ গোলে পরাজিত করে চ্যম্পিয়ন হয় দলটি। উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফুটবল ময়দানে দিনব্যাপী চারদলীয় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল দশটায় জাতীয় সংগীত গেয়ে বেলুন ও কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃতি ফুটবলার হৃষিকেশ দাশ। মেসার্স বেতাগা ট্রেডার্স এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের খেলায় মনসুর স্মৃতি সংসদ খড়রিয়া স্পোর্টিং ক্লাবকে এবং বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ মুলঘর নবীন সংঘকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি হিসেবে যথাক্রমে নগদ এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: ইউনুস আলী শেখ, ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু।
এদিন এ টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কানাডা প্রবাসী ডা: জীবন কৃষ্ণ দাশ ও ফকিরহাট উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান যথাক্রমে শেখ মোস্তাহিদ সুজা ও তহুরা খানম, আমন্ত্রিত বিভিন্ন অতিথিসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, মেসার্স বেতাগা ট্রেডার্স এর পরিচালক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার দাশ সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বেতাগা ইউনিয়ন সহ দুর দুরান্ত থেকে আগত হাজারো ফুটবল প্রেমি দর্শক।মাঠে খেলার ধারা বর্ননায় ছিলেন মো: আবুল হাসনাত রিপন ও আ: জলিল হাওলাদার। মাঠের খেলা পরিচালনায় ছিলেন আ: রহমান ঢালী,মো: নাজমুল হোসেন, মো: পারভেজ আলম ও মো: আজমল হোসেন। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স হ্যাট্রিকের পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন গিনি থেকে আগত বিসমিল্লাহ ফিড মিলস লি: এর ফরোয়ার্ড হাসান রাজা। তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে টানা চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হলো বিসমিল্লাহ ফিড মিলস লি: একাদশ।