ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৪ বৃহঃস্পতিবার সকাল ১০ টায় উপজেলা আাদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউ.আর.সি ইন্সট্রাকটর রুহুল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, সুলতানা ফেরদৌসী, সরদার মনিরুল ইসলাম, বি.এম রফিকুল ইসলাম, কে.এম গোলাম রব্বানী, এইচ এম সিহাব উদ্দীন ওমর প্রমুখ। শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।