ফুলতলা প্রতিনিধি : ফুলতলার খুলনা যশোর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালক মিঠু মুন্সী (৩০) নামের এক যুবকের। নিহত মিঠু মুন্সী ফুলতলা উপজেলার পয়গ্রামের আবু জাফর মুন্সী’র পুত্র এবং পেশায় একজন শ্রমিক। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও ছয় মাসের একটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টায় বাজারের অদুরে সুপার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের জ্বালানি তেল কিনে নিয়ে রাস্তায় বের হওয়ার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পণ্যবাহী ট্রাক (যশোর ট ১১-৩৩৩৪) এর চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেল চালক মিঠু ঘটনাস্থলেই নিহত হন।