জন্মভূমি ডেস্ক : থানা পুলিশ উপজেলা জামায়াতের আমির প্রভাষক আব্দুল আলিম মোল্যা (৫২)সহ ৩ আসামীকে গ্রেফতার করে। পুলিশ জানায়, র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে দৌলতপুর-শাহাপুর সড়ক থেকে ফুলতলা উপজেলা জামায়াতের আমির প্রভাষক আব্দুল আলিম মোল্যাকে আটক করে ফুলতলা থানায় সোপর্দ করে। তিনি ফুলতলা থানার নাশকতা মামলা (নং-১১, তারিখ- ২৯/১০/২৩) এজাহারভূক্ত আসামী এবং গাড়াখোলা গ্রামের ইউনুচ মোল্যার পুত্র। এছাড়া পুলিশ ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আলকা গ্রামের ইসমাইল সরদারের পুত্র বকুল সরদার (৩০) ও গাড়াখোলা গ্রামের নুরুল ইসলাম মোল্যার পুত্র সবুজ মোল্যা (২৬)।