
জন্মভূমি রিপোর্ট : থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে নাশকতা মামলার আসামীসহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলো ফুলতলা থানার ৩ নং নাশকতা মামলার আসামী ও ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য এবং দক্ষিণডিহি গ্রামের আঃ ওহাব মোল্যার পুত্র আঃ রহিম মোল্যা (৩৮), থানার ২ নং নাশকতা মামলার আসামী জামিরা গ্রামের মৃতঃ রমজান আলীর পুত্র বিএম আজহারুল ইসলাম (৪০) এছাড়া ওয়ারেন্টভূক্ত সিআর মামলার আসামী ঢাকুরিয়া গ্রামের নিজাম উদ্দিন মোল্যার পুত্র মোঃ রেজোয়ান মোল্যা (৪৮), আলকা গ্রামের আঃ রউফ শেখের পুত্র জাহিদুর রহমান ওরফে সাকিব (২৫) এবং ৪ লিটার দেশি চোলাই মদসহ ভেরতী কেশবপুর এলাকার ইকবাল হোসেনের পুত্র সোহানুর রহমান (৩০) কে ফুলতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।