
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সার ও বীজ মনিটরিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিটির সদস্য কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি ও কমিটির সদস্য এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ তাসমিনা হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সার ও বীজ ডিলার আঃ হালিম, মোল্যা রবিউল ইসলাম, মোঃ সেলিম মাহমুদ, গোলাম সরোয়ার, মোঃ আমিন উদ্দিন, মোঃ মশিয়ার রহমান, শেখ মনিরুল ইসলাম, বিশ্বনাথ, বাসের বিশ্বাস, জিয়াউর রহমান গাজী প্রমুখ। সভায় ভেজাল সার বিক্রয় বন্ধ, সঠিক মুল্য গ্রহণ, রেজিস্ট্রার মেইনটেইন ও বিক্রেতার রশিদ প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়াও কৃষকরা যাতে ন্যায্য মুল্যে সঠিত সময়ে সার পেতে পারে সে বিষয়ে ডিলারদের সচেতন থাকার আহবান জানানো হয়।