জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করে। তবে ডলার উদ্ধার হলেও পালিয়ে যায় পাচারকারী।
চুয়াডাঙ্গা বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চোরাকারবারীরা চুয়াডাঙ্গার দর্শনা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ডলার পাচার করবে- এমন তথ্য পেয়ে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৮৬ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে পাশের গ্রামের দিকে যেতে দেখলে বিজিবি টহলদল তার গতিরোধের চেষ্টা করে। তখন ওই ব্যক্তি বিজিবি সদস্যদেরকে দেখে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যাগের মধ্যে দুই বান্ডেলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করতে সক্ষম করতে হয়। এ বিষয়ে দর্শনা থানায় মামলা করতে ইউএস ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।