বিজ্ঞপ্তি : ১১ই জানুয়ারী বিকাল ৪টায় বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার কার্যক্রম গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলার সাধারণ সম্পাদক সেলিম রেজা রাকিব প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার বিপ্লবী সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু সৈনিকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানের রুহের মাগফিরাত ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন উর রশিদ সিআইপি এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তামজীদ বীন রহমান তুর্য এর সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করে দোয়া করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন খুলনা জেলা সহ সভাপতি মোঃ আবুল কালাম, মোকছেদুর রহমান, মতিয়ার রহমান, শেখ রাসেল, গাজী রুহুল আমিন, শেখ সুমন, সাইফুল ইসলাম, ইমতিয়াজ, রাশেদসহ সংগঠনের খুলনা জেলা ও উপজেলা এবং থানা নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জাতীয় ও স্থানীয় প্রতিটি অনুষ্ঠান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় খুলনা জেলা অর্ন্তগত যে সকল উপজেলা ও ইউনিয়ন কমিটি প্রদান করা হয়েছে সকল কমিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে খুলনা জেলার সাধারণ সম্পাদক সেলিম রেজা রাকিবকে আহবায়ক, সরদার সাইদী হাসান বাবু ও গাজী রুহুল আমিনদের সদস্য করে তিন সদস্য বিশিষ্ট সাংগঠনিক পরিচালনা পর্ষদ গঠন করা হয়।