
জন্মভূমি রিপোর্ট
মহানগর আওয়ামী লীগ সভাপতু ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ষাটের দশকে নয় বরং পাকিস্তান সৃষ্টির পরপরই উপলব্ধি করেছিলেন যে, পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থায় বাঙালিদের মুক্তি নেই বরং আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সমস্ত কিছু হুমকির সম্মুখীন। তাই ১৯৪৮ সালে পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্টের আগে ১২ আগস্ট বিবৃতিতে তরুণ শেখ মুজিব পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস ১৪ আগস্টকে শুধু আনন্দ-উল্লাসের নয় বরং পশ্চিমাদের নাগপাশ থেকে মুক্তির শপথ নেয়ার দিন হিসেবে পালনের আহŸান জানিয়েছিলেন।
ইতিহাসের দিকে নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০-১৫ বছরের মাথায় বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হতো। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তুন বছরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পূনর্গঠন করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা বাংলাদেশের স্বাধীনতকে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু ঘাতকদের সে স্বপ্ন পূরণ হয়নি।
শনিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো: জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম। সভা পরিচালনা করেন মো: মুন্সি মাহবুব আলম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন মল্লিক আবিদ হোসেন কবীর, এড. আইয়ুব আলী শেখ, এড. রজব আলী সরদার, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, এড. খন্দকার মজিবর রহমান, শেখ মো: আনোয়ার হোসেন, মো: শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এড. অলোকা নন্দা দাস, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, মো: মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এড. সরদার আনিসুর রহমান পপলু, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, শেখ মোশারাফ হোসেন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, শেখ হাফিজুর রহমান হাফিজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী বধ্যভ‚মিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয় আলোকসজ্জা, সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি ও র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দিন ব্যাপি মহানগর কার্যালয়সহ সকল ওয়ার্ডে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, দেশত্ববোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।