জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনাস্থ গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। গতকাল ১৯ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টায় কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আবেদ আলীর সভাপতিত্বে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা । এছাড়া উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুবুল আলম সোহাগ। এছাড়া সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহসভাপতি মো. মফিদুল ইসলাম টুটুল, নিজারুল আলম জুয়েল, এজাজ আহমেদ চৌধুরী সুমন, আসাদুজ্জামান, যুগ্ম সম্মাদক কে এম নাজমুল, রেহেনা চৌধুরী, মনিরুল ইসলাম, কারী মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দু¯’দের মধ্যে খাবার বিতরণ করা হয়।