
বুলবুল আলম গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ।
আজ বৃহষ্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধু ও ৭৫এর শহীদদের রুহের আত্তার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ দাড়িয়ে থেকে মহান নেতার প্রতি অতল সম্মান প্রদর্শন করেন।
এরপর বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মিলাদ মাহফিলে অংশগ্রহন করে দোয়া মোনাজাত করেন।
এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।