জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটায় ইজিবাইক চালকের গলায় ছুরি বসিয়ে ছিনিয়ে নেয়ার সময় দুইজন জনতার হাতে আটক হয়েছে। পুলিশ তাদের শনিবার আদালতে পাঠিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে বাটিয়াঘাটা-দাকোপগামী সড়কের নাহাড়িতলার দক্ষিণে বিপ্লব সাহার বাগানের সামনে দু’জন দস্যু এ ঘটনা ঘটায়। তারা যাত্রীবেশে ইজিবাইক চালক দাউনিয়াফাঁদ গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের গাড়িতে ওঠে। পরে তারা ঘটনা স্থলের কাছে এসে ইজিবাইক থামিয়ে দেয়। দ্রুত চালকের গালায় ছুরি বসিয়ে দেয় এবং মুখে টেপ পেঁচিয়ে ইজিবাইক নিয়ে পালাবার চেষ্টা করে। স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া দেয়। পরে বাদামতলা বাজারের নিকট গেলে নাজমুল গাজী (২৫) পিতা-বাবুল গাজী ও বাপ্পী খান (১৯) পিতা-সায়েম খান ধরা পড়ে। তাদের বাড়ি দাকোপ উপজেলার নলিয়ান গ্রামে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা খায়রুল বাশার বলেন, ধৃত দস্যুরা ইজিবাইক ছিনতাই সিন্ডিকেটের সদস্য। এ ধরণের অভিযোগ তাদের বিরুদ্ধে আরও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বটিয়াঘাটায় ইজিবাইক ছিনাতাই কালে আটক ২
Leave a comment