বটিয়াঘাটা অফিস : সাংবাদিকের বসত বাড়ি থেকে প্রকাশ্য দিবালোকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তপন পাল বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীর কর্মকান্ডের বিরুদ্ধে গত ১৬/০৪/২০১৪ তারিখ বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন। তখন সে মুচলেকা দিয়ে সে যাত্রা রক্ষা পায়। দীর্ঘ ৯ বছর পর আবার তার পূর্বের চরিত্রে ফিরে যায়। অভিযুক্তের বিরুদ্ধে একটি ডায়রী করা হয় যার নং ১০০১/১৪ ইং। তপন পালের অভিযোগ,তার প্রতিবেশী সজীব কুমার পাল সুযোগ পেলেই তাদের ক্ষতিসাধনের চেষ্টা করে। পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সেই সুযোগে সজীব কুমার পাল সহ তার বাড়ির লোকজন ভিটা থেকে মেহগুনি গাছ দিনে দুপুরে কেটে নেয়। খবর পেয়ে সজীব কুমার পালের নিকট গাছ কাটার বিষয় জানতে চাইলে সে তপন পাল এবং তার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবননাশের হুমকী দেয়। বটিয়াঘাটা থানার ডিউটি অফিসার এস আই প্রীতম কুমার বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।