বটিয়াঘাটা অফিস : ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে নিয়ে হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গিকার জানিয়ে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় স্থানীয় বটিয়াঘাটা বাজার সদর নাট মন্দির প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এজিএম (এমএস) তারেক মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস ও ইউপি সদস্য মোঃ ওবায়দুল্লাহ।
সমাজসেবক প্রবীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবঃ অধ্যাপক প্রসাদ নারায়ন সরদার, এপিপি এড. সঞ্জয় পাল, সহকারী শিক্ষক অসিম মল্লিক, সাংবাদিক গাজী মোঃ তরিকুল ইসলাম, ডাঃ নির্মল বিশ্বাস, ডাঃ প্রবীর বিশ্বাস, ব্যবসায়ী রঞ্জন মিস্ত্রি ও উজ্জ্বল দত্ত, আ’লীগ নেতা হিমাদ্রি বিশ্বাস হিমু, পলাশ বালা, তাপস বালা, ডিজিটাল ক্রিয়েটর ও রানার্স গ্রুপের সম্পাদক নৃপেন বিশ্বাস, রিটু রায় ও প্রীতিশ মিস্ত্রি, পল্লী বিদ্যুতের বটিয়াঘাটা ইনচার্জ মর্মথ বিশ্বাস, ওয়্যারিং লাইনম্যান মাহামুদ হোসেন, কাঁচামাল ব্যবসায়ী যথাক্রমে ফুলমিয়া ও ফরহাদ হোসেন, মোঃ বাটুল মিয়া প্রমুখ।