জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটায় সুষমসার ব্যবহার, মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি ও ভেজালসার সনাক্তকরণ বিষয়ক প্রগতিশীল নারী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী বটিয়াঘাটার গঙ্গারামপুর লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের সভা কক্ষে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর জিকেবিএসপি প্রকল্প এর আয়োজন করে।
প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক অমেরেন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জিন্নতুল ইসলাম ও প্রকল্পের পরীবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা শামসুন নাহার রত্না। প্রশিক্ষণে দাকোপের ৬০জন নারী তরমুজ চাষি অংশ গ্রহণ করেন।