
বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় রূপান্তর প্রকল্পের উদ্যোগে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) বেলা ১১টায় উপজেলার ২নং ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন ইয়ুথ গ্রুপ বটিয়াঘাটা শাখার সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মৃণময়ী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমির বটিয়াঘাটা প্রতিনিধি তরিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপান্তর প্রকল্পের প্রজেক্ট অফিসার শাকির রিজওয়ানা, জুলাইযোদ্ধা আখি আক্তার, ইয়ুথ গ্রুপের সদস্য নাছিম, ছন্দা, রিমি, মুজাহিদসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহারে আমাদের সকলকে সচেতন হতে হবে। প্লাস্টিক দূষণ প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।

