জন্মভূমি রিপোর্ট
খুলনার বটিয়াঘাটা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার বেলা দশটায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে কবির আহমেদ খান সভাপতি, মনিরুজ্জামান শেখ সাধারণ সম্পাদক ও তারিকুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন।
বটিয়াঘাটা প্রেস ক্লাবের উপদেষ্টা শেখ আব্দুল হামিদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, উপদেষ্টা আবু হেনা মুক্তি, এসএম ফরিদ রানা, অতিরিক্ত সহকারি কমিশনার আমিনুল ইসলাম।
বেলা দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। মোট ১১টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৩৩ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক কবির আহমেদ খান ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ইমরান হোসেন সুমন লাভ করেন ১৪ ভোট। সহ-সভাপতি পদে মো: আহসান কবির ২২ ভোট ও হিরামন মন্ডল ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে মো: মনিরুজ্জামান শেখ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মহিদুল ইসলাম শাহিন পায় ১০ ভোট। এছাড়া বিনাপ্রতিদ্ব›িদ্বতায় পূর্বেই নির্বাচিত হয় যুগ্ম-সম্পাদক আল আমীন ও সহসম্পদক সোহরাব হোসেন মুন্সি। কোষাধক্ষ্য পদে মো: তারিকুল ইসলাম ২০ ভোট পেয়ে নির্বাচিত হলেন। তার অপর প্রতিদ্ব›িদ্ব অজিত রায় ১০ ভোট লাভ করেন। সদস্য পদে চার জন নির্বাচিত হয়। তারা হলেন মো: সোহেল রানা মোল্যা ২৮ ভোট, তুরান হোসেন রানা ২৪ ভোট,কাজী আতিক ২০ ভোট ও আরিফুজ্জামান দুলু ১৮ ভোট।
ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা।
বটিয়াঘাটা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত
Leave a comment