
বটিয়াঘাটা অফিস
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলায় মামুন হত্যাকাÐে ঘটনায় শনিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা দায়েরের জন্য নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এদিকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে লাশের ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত খুলনায় শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকার রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত মামুন তেঁতুলতলা এলাকার বাবুল হাওলাদারের ছেলে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল জানান, শুক্রবার রাত ৮টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি স্থানে শালিস বৈঠক চলছিল। বৈঠকের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মামুন হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।