
জন্মভূমি রিপোর্ট : খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাহী সদস্য এবং কালিবাড়ি মেসার্স হাসান ট্রেডিং এর সত্ত্বাধিকারী আলহাজ¦ আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। শনিবার বেলা ১১টায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শে^ষ ত্যাগ করেন।
প্রবীণ এই ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, সিনিয়র সভাপতি মো. আসলাম হাওলাদার, সহ-সভাপতি মো. লাভলু খান, মো. হিরক দেওয়ান, সাধারণ সম্পাদক মো. আ. মান্নান হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ বাবুল মল্লিক, দপ্তর সম্পাদক এইচ এম জুয়েল, প্রচার সম্পাদক পঙ্কজ কুমার রায় এবং কার্যকরী সদস্য তাপস কুমার সাহা, মো. আব্দুর রহিম খাঁন, মো. মনিরুজ্জামান, নিখিল সাহা ও মো. সোহাগ হাওলাদার। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।