জন্মভূমি ডেস্ক : নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত সোনালী জুট মিলের নতুন পরিচালনার দায়িত্ব নিয়েছে মেসার্স রাসেল এন্টারপ্রাইজ। গত ৯ জানুয়ারি মিলটি পরিচালনার জন্য দুই বছরের চুক্তিতে দায়িত্ব দেওয়া হয় মেসার্স রাসেল এন্টারপ্রাইজের শামিম রেজা রাসেলকে। মিলের চেয়ারম্যানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর শুক্রবার মিলের সাবেক সিবিএ, ননসিবিএ, এডহক কমিটির সদস্য, মিল ম্যানেজমেন্টের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্যদিয়ে মিলের উৎপাদন প্রক্রিয়ার সূচনা করেন। আজ শনিবার থেকে বন্ধ এই মিলটি উৎপাদনে যাচ্ছে।
সোনালী জুট মিলের ব্যবস্থাপক (প্রশাসন) মীম তালুকদার বলেন, সোনালী জুট মিলের উৎপাদন ব্যবস্থা চালু রাখতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠাকে মিলটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৯ জানুয়ারি সোনালী জুট মিলের চেয়ারম্যান শামছুন্নাহার হোসেন দুই বছরের চুক্তিতে মেসার্স রাসেল এন্টারপ্রাইজকে মিলটি পরিচালনার দায়িত্ব প্রদান করেন। তিনি জানান, এর আগে আমেনা টের্ড্রিংয়ের সাথে ৬ মাসের চুক্তি করা হয়। চুক্তির পর তিনি মিলটি পরিচালনায় ব্যার্থ হয়ে দৌলতপুরের শরিফুল ইসলাম শামিমকে দিয়ে মিলটি কয়েক মাস চালু রাখে। পরবর্তিতে তিনি মিলটি এক মাসের বিদ্যুৎ বিলের ১০ লক্ষ টাকা, মিল ভাড়া বাবদ দুই মাসের ১২ লক্ষ টাকা শ্রমিকদের রানিং ১ সপ্তাহের মজুরীর ৪ লক্ষ টাকা বকেয়া রেখে মিলটি বন্ধ করে দেন। এ সময় তারা মিলে আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকার মালামাল রেখে যায়। বন্ধকৃত মিলটি পুনরায় উৎপাদন ব্যবস্থা চালু রাখতে সোনালী জুট মিলের চেয়ারম্যান শাসছুন্নাহার হোসেন মেসার্স রাসেল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শামিম রেজা রাসেলের সাথে দুই বছরের চুক্তি করে।
মিলটির নতুন পরিচালনার দায়িত্ব পাওয়া শামিম রেজা রাসেল বলেন, সকলের সহযোগিতা পেলে আমি মিলটি চালু রেখে এই অঞ্চলের শ্রমিকদের পাশে থেকে তাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চাই। তিনি মিলটির উৎপাদন ব্যবস্থা চালু রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে শামিম রেজা রাসেল মিলের অভ্যন্তরে শুক্রবার সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন করে দায়িত্ব গ্রহণ করে। মিল ম্যানেজমেন্ট, মিলের সাবেক সিবিএ নেতা, মিলের এডহক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামজিক ব্যক্তিবর্গসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মিলের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন রাসেলের পিতা মো: আব্দুল আজিজ সরদার ও ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাও. সিরাজুল ইসলাম। এ সময় মিলের মীম তালুকদার, মিজানুর রহমান, মো: মোকবুল হোসেন, নওয়াব হোসেন, শেখ আমজাদ হোসেন, বিল্লাল মোড়ল, লুৎফর রহমান. আবুল কাশেম, আফজাল হোসেন, মনির শিকদার, মো: কবির হোসেন, সেকেন্দার আলী, লিয়াকত আলী মুন্সি, ইবাদুল হক, আল আমিন, আ. আওয়াল, আব্দুল বারেকসহ মিলের কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিল।