
এইচএম আখতারুজ্জামান (বাচ্চু), বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।
জানাযায়, গত রবিবার দিনগত রাতে পারিবারিক কলহে স্ত্রী সাগরিকাকে (২৫) তার স্বামী মাধাব সরদার (৩৪) শ্বাষরোধ করে হত্যা করে। নিহত সাগরিকা রানী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের রমেশ হাওলাদারের কন্যা। ২০১৬ সালে মধাব সরদারের সাথে সাগরিকার পারিবারিক ভাবে বিবাহ হয়। এ দম্পত্তির দাম্পত্য জীবনে নিরব (৬) নামে একটি শিশু সন্তান রয়েছে। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সোমবার সকালে নিহত সাগরিকার মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পালাতক রয়েছে।