বরিশাল অফিস : বরিশাল মহানগরীতে নারী পক্ষের উদ্যো অধিকার এখানে, এখনই (আরএইচআরএন-২) প্রকল্পের আওতায় বিএমকেএস-এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বরিশালের বাবুুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কামরুন্নাহার তামান্না। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্যামত, রহমতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইসরাত জাহান, উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা রহিমা খানম, বিএমকেএস পরিচালক কাওছার পারভীন ও বাবুগঞ্জ তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী টুম্পা হালদার প্রমুখ। সভায় কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালিন স্বাস্থ্য এবং মানসিক পরিবর্তন গুলো নিয়ে আলোচনা করা হয়। নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে করণীয় ও কিশোর-কিশোরী এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দফতরের কার্যক্রম সর্ম্পকে সভায় কর্মকর্তার অবহিত করেন।