
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুর পর টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। আজ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। তবে আদৌ ম্যাচ সম্ভব হবে কিনা, হলে পুরো ম্যাচ খেলা হবে কিনা এইসব নিয়েই দেখা দিয়েছে আশঙ্কা। তার মূলে রয়েছে বৃষ্টি।
কেননা ম্যাচের আগের দিন অর্থাৎ বুধবার পুণেতে বৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর এখানেই দেখা দিয়েছে আশঙ্কার মেঘ। বুধবার পুণেতে বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই মাঠকর্মীরা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠকে একেবারে ঢেকে ফেলেন। সবার আগে ঢাকা হয় পিচ। তারপরেই ঢেকে ফেলা হয় গোটা মাঠ।
যদিও তুমুল বৃষ্টি হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে গোটা পুণে জুড়ে। তবে আকাশ প্রায় সর্বক্ষণ কালো মেঘে ঢাকা ছিল। আর সেই কারণেই বেশ চিন্তিত রয়েছেন মাঠকর্মী থেকে ম্যাচ আয়োজনের সঙ্গে যুক্ত সমস্ত কর্তা ব্যক্তিরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুণেতে ১৯ অক্টোবর গরম থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ২৩-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। অন্যদিকে ৫৪-৬৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে বাতাসে আর্দ্রতা।
এছাড়া ম্যাচ চলাকালীন ৬-১১ কিমি গতিবেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দল চাইবে না ম্যাচ বৃষ্টিতে পন্ড হোক ম্যাচ। কেননা তারা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচে তারা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছে। ফলে এই ম্যাচ জিততে মুখিয়ে থাকবে তারা।
অন্যদিকে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। ফলে স্বাভাবিকভাবেই তারা দুরন্ত ছন্দে রয়েছে। সাধারণত পুণের উইকেট ব্যাটিং সহায়ক। ফলে এই উইকেটে বড় রান করাই লক্ষ্য থাকবে দুই দলের। যেখানে ভারত চাইবে তাদের চতুর্থ জয় তুলে নিয়ে লিগ তালিকায় তাদের অবস্থান মজবুত করতে। আর অন্যদিকে বাংলাদেশ চাইবে এই চতুর্থ ম্যাচে জিতে তাদের বিশ্বকাপ সফরে কামব্যাক ঘটাতে।