
তালা প্রতিনিধি
পাইকগাছা-খুলনা প্রধান সড়ক নির্মাণ প্রকল্পে কোন প্রকার আইনগত প্রক্রিয়া ছাড়াই ব্যক্তি মালিকানাধিন সম্পত্তির উপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে নির্মাণ কাজ বন্ধে জমি মালিক সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছেন।
অভিযোগে জানানো হয় যে, পাইকগাছা-খুলনা প্রধান সড়ক নির্মাণ মেগা প্রকল্পে সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুর এলাকায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির উপর দিয়ে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযোগে মোবারকপুরের আকিমুদ্দিন শেখ’র ছেলে শেখ নূর ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগ তাকে কোন প্রকার নোটিশ ছাড়াই তার মোবারকপুর মৌজার জে,এল নং-৮৯, ডিপি ৮১৪ খতিয়ানের ৩৬২, ৩৬৫ ও ৩৫৫ নং দাগের উপর রাস্তা নির্মাণের নিমিত্তে চিহ্নিতপূর্বক লাল নিশান টানিয়ে দিয়েছে। অভিযোগে তিনি বলেন, চিহ্নিত সীমাণায় রাস্তা নির্মাণ হলে তার বিপুল অংকের টাকার কৃষি জমির অপূরনীয় ক্ষতি হবে। এবিষয়ে তিনি কাজ বন্ধ রাখতে সড়ক ও জনপদ বিভাগের খুলনা নির্বাহী প্রকৌশলী বরাবর একটি আবেদন করেছেন।
এদিকে বাক সরলীকরণে তালার এই স্থানে সড়ক নির্মাণ হলে সেখানে দীর্ঘ দিনের অন্তত ৬ টি বাড়ির স্থায়ী ক্ষতি হবে। এছাড়া ঐস্থানে বাক সরলীকরণে পরে আরো একটি নতুন বাকের জন্ম হবে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সর্পাকৃতির সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ বহু বাক থাকলেও তা সরলীকরণে কার্যত কোন ব্যবস্থা না নিয়ে কর্তৃপক্ষ ঐ স্থানে বাক সোজা করায় নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহনে তারা সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এবিষয়ে খুলনা বিভাগীয় সহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে এমন কোনো আবেদন আসেনি। আবেদন পেলে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে।