জন্মভূমি ডেস্ক : অগ্রনী ব্যাংক পিএলসি. ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের বাগেরহাট অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী বাগেরহাট খান জাহান আলী ডিগ্রী কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা। এদিন সকালে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক ড. ফখরুল। অগ্রনি ব্যাংক পিএলসি বাগেরহাট অঞ্চল শাখার সহকারী মহাব্যবস্থাপক বিপুল মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা অঞ্চল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক হেদায়েত হোসেন শেখ ও খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফউদ্দিন রাখী। অগ্রনী ব্যাংক পিএলসি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাংক কর্মকতা- কর্মচারী, মাঠ সহকারী তাদের সন্তান ও অতিথিদের সমন্বয়ে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট অনুযায়ী প্রতিযোগিতায় দাবা, লুডু, তাস, ক্যারাম, দৌড়, লাফ, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ১০ ওভারের ক্রিকেট, হাটা প্রতিযোগিতা ও যেমনখুশি তেমন সাজাসহ অন্যান্য ইভেন্ট পরিচালিত হয়। দিন ব্যাপী এ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতারন করা হয়।