
জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটে হযরত খানজাহান আলী (রঃ) মাজার শরীফ সংলগ্ন দীঘি থেকে ৪০ বছর বয়েসী অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দেরমাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ৪/৫ দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ। তারপরনে শীতকালিন সোয়েটার ও প্যান্ট ছিলো। মরদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর দুপুরে খানজাহান আলী মাজারসংলগ্ন দীঘি থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। পরিচয় না পাওয়াগেলে তাকে সরকারি কবরস্থানে দাফন করা হবে।