
বাগেরহাট অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা তাঁতী লীগের আয়োজনে এ আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়। আনন্দ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক এ্যাড. ইকতেখারুল ইসলাম রানা, বাগেরহাট সদর থানা সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারন সম্পাদক লিটু দাস, পৌর সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত হোসেন মির ও ডেমা ইউনিয়ন সভাপতি পলাশ মন্ডল।
পথ সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে সবসময় আন্তরিক। তার এ খুলনায় আগমন আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে অনেক বড় ভূমিকা রাখবে। তাই আগামী ১৩ নভেম্বররের জনসভা সফল করতে এবং বিপুল জনসম্পৃক্ততা বাড়াতে সংগঠনের নেতা-কর্মীদের সাধারণ জনগণের কাছে প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চালের যে উন্নয়ন করেছেন তুলে ধরার উপর তাগিদ দেন নেতারা।

