
বাগেরহাট অফিস : বাগেরহাটে নানাবাড়ি বেড়াতে এসে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের নানা আবদার শেখের বাড়ির পাশে পুকুরে ডুবে তারা মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু হলো, বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের সেয়ে আফছা(৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা।
নিহত দুই শিশুর নানা আবদার শেখ বলেন, নাতনী মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিন দিন আগে চিতলমারী থেকে আফছা বেড়াতে আসে। রোববার সকাল ১০ টার দিকে দুই খালাতো বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। এর আধাঘন্টা পর ফিরে না আসায় তাদের খুজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুর পাড়ে জুতা দেখে তল্লাশী চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুকুরে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

