বাগেরহাট অফিস : আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বাগেরহাটে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা বিএনপি সদর থানার মোড়স্থ দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। এর আগে দলীয় কার্যালয় চত্বরে বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে¡ এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, আহ্বায়ক সদস্য শেখ শমসের আলী মোহন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শাহিদা আক্তার, মোল্লা আতিকুর রহমান রাসেল, এসকেন্দার হোসেনসহ অন্যান্যরা। বিএনপির কর্মসূচি উপলক্ষে দলিয় কার্যালয় চত্বর এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।