জন্মভূমি ডেস্ক : প্রখ্যাত গজল ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’-এর গীতিকার আব্দুল কাদির হাওলাদার আর নেই।
আজ বুধবার (২০ নভেম্বর) সকাল সাতটায় কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, কিছুদিন আগে স্ট্রোক করেন গীতিকার আবদুল কাদির। এরপর তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আবদুল কাদির হাওলাদার ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবসহ বিভিন্ন শিল্পিগোষ্ঠীর সঙ্গে কাজ করেছেন।
তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনসহ সর্বত্র। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে….’ গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশসহ বিশ্বের বাঙালি মুসলমানদের।
বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে।
গীতিকার আব্দুল কাদির হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
এক শোকবার্তায় তিনি বলেন, ‘আব্দুল কাদির হাওলাদার ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় ৭-৮ বছর আগে থেকে। প্রায়ই পল্টনে দেখা হতো, কথা হতো, একসাথে চা খেতাম, নাস্তা করতাম। এখন সেই সবই স্মৃতি হয়ে গেছে। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
তিনি আরও বলেন, ‘এমনি একজন কালজয়ী গীতিকার, যিনি আমাদের জীবনকে গান, গজল, কবিতা দিয়ে স্পর্শ করেছিলেন, আজ তার জানাজার নামাজ পড়ার দায়িত্ব আমাদের হাতে। চলতি ইসলামি বই মেলায় অনেকবার তার সঙ্গে দেখা হয়েছে।