ক্রীড়া প্রতিবেদক : কদিন আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। কিলিয়ান এমবাপ্পের জাদুকরি পারফরম্যান্স বিদায় করেছে কাতালান ক্লাবটিকে। এই মৌসুমে বার্সার ‘সবেধন নীলমণি’ হয়ে ছিল স্প্যানিশ লা লিগা। এবার এই টুর্নামেন্টেও কাতালানদের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল।
রাতে এল ক্লাসিকোতে নাটুকে ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে স্নায়ুক্ষয়ী এই জয়ে লিগ শিরোপা উদ্ধারের অভিযানে বড় একটা ধাপ পাড়ি দিলো কার্লো আনচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান এখন ১১ পয়েন্টের। ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট শীর্ষে থাকা রিয়ালের।
এ নিয়ে টানা চার ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারল বার্সেলোনা। এবারের হারে একরকম নিশ্চিত হয়ে গেল যে, বার্সা মৌসুম শেষ করতে যাচ্ছে শিরোপাখরায়। ক্ষীণ যে সম্ভাবনাটা ছিল সেটাও ৯১ মিনিটে শেষ করে দিয়েছেন জুডে বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার করেন জয়সূচক গোল। বার্সা আফসোস করতেই পারে, দুবার এগিয়ে থেকেও হারতে হলো তাদের।
রিয়ালে মাঠে ম্যাচের ছয় মিনিটেই লিড নেয় বার্সা। গোল করেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিশ্চেনসেন। ১২ মিনিট পর পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরার ভিনিচিয়াস জুনিয়র। স্পেনের মর্যাদার লড়াইয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এটা সপ্তম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। মহারণ জমে উঠে ম্যাচের দ্বিতীয় ভাগে। আরেকটু ছোট করে বললে ম্যাচের শেষ দিকে।
৬৯ মিনিটে ফারমিন লোপেজের গোলের সুবাদে দ্বিতীয়বার ম্যাচে এগিয়ে যায় বার্সা। কিন্তু কাতালানদের গোলোৎসব মাটি হয়ে গেছে তিন মিনিট পরই। রিয়ালকে এবার সমতায় ফেরান লুকাস ভাসকুয়েজ। ম্যাচটা ২-২ গোলে অমীমাংসিত থাকার আশঙ্কা জাগিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বাজিমাত করেন বেলিংহাম।
নাটুকে জয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে চলে এলো রিয়াল মাদ্রিদ। কোনো হিসেব ছাড়াই লিগের ৩৬তম (সর্বোচ্চ) ট্রফি জিততে আনচেলত্তির দরকার আর আট পয়েন্ট। লিগে তাদের ম্যাচ বাকি আছে আর ছয়টি। এ সময় অলৌকিক কিছু না ঘটলে সিংহাসন ছেড়ে দিতে হবে বার্সাকে। সবশেষ ২০২১-২২ মৌসুমে লিগ জিতেছিল রিয়াল।