
জন্মভূমি রিপোর্ট : পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই, খুলনার উদ্যোগে আগস্ট মাসে নগরী ও খুলনা বিভাগের জেলা-উপজেলাসমূহের হাট-বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ১৮টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
সূত্র জানায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন লঙ্গনের দায়ে ২৩টি মামলা দায়ের করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ৩লাখ ৭হাজার টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন।
এসময় সময়ে ২২টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ২১টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদি ও মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি সনাক্ত হয়নি। বিএসটিআই’র এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।