ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবির ১৬২তম জন্মবার্ষিকী
ফুলতলা প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কবি। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তী ৮০ বছর পর্যন্ত আবেগে, মননে, অনুভাবনায় বাঙালীর জীবনকে সমৃদ্ধ করে গেছেন। তার সাহিত্যকর্ম বাংলা ভাষাকে বিশ্বের দরবারে এনে দিয়েছে সম্মান আর স্বীকৃতি। কবির রচনার আলোকে উদ্ভাসিত হয়েছে বাংলার দিক-দিগন্ত। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এমনকি আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সাথে বিজড়িত হয়ে আছেন। তিনি আরও বলেন, কবির সহধর্মিনী মৃনালিনী দেবীর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি তথা ফুলতলার মানুষ হিসেবে আজ আমরা ধন্য গর্বিত। সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকূল কুমার মৈত্রের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে প্রান্তজনের রবীন্দ্রনাথ বিষয়ের উপর আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। শুভেচ্ছা বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বাবলু, সদস্য বিলকিস আক্তার ধারা, ফারজানা ফেরদৌস নিশা, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ফুলতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম ও শেখ আবুল বাশার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান নান্নু, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি প্রমুখ।